কবিতা ও বখাটে কবি

প্রিয়ার চাহনি (মে ২০১২)

মাহমুদুল হাসান ফেরদৌস
  • ৪১
  • ৫০
কবিতা, তোমার জন্য
কতকাল পথ চেয়ে আছি
তোমার সাথে দেখা করব বলে।
মনের অব্যক্ত সব কথামালা দিয়ে
তোমাকে সাজানোর জন্য অধীর আগ্রহে
নিঃশেষ করেছি কতগুলো রাত।
প্রতীক্ষালয়ে তোমার প্রতীক্ষায় থেকে
চারটি দেয়ালের কাছ থেকে শুনেছি
বিদ্রুপের হাসি।
ষ্টেশনের প্রতিটি ধুলিকণা
জানে কত্তবার আমি হেটেছি
তাদের পদতলে পিষ্ঠ করে।
কবিতা তুমি আসবে বলে,
আরাম আয়েশের দুনিয়া ছেড়ে
সবুজ গালিচার পথ ভুলে
হেটেছি কন্টকাবৃত পথে
তোমাকে পাবার নেশায়।

সয়েছি কত লাঞ্চনা, কত্ত অপমান।
কতবার নিজেকে নিজেই জেলে পুরে
নিজের উপর নির্যাতন চালিয়ে
আদিমসত্ত্বাকে বের করে এনেছি তোমার আশায়।
জল্লাদের ছুরির নিচে সেচ্ছায় নিজেকে সপে দিয়ে
বলেছি, “কবিতা দেখা দাও একটি বার।”
খন্ডিত মস্তক হাতে নিয়ে বলেছি
“আমার জন্ম শুধুই তোমার জন্য কবিতা,
তোমাকে দর্শন ব্যাতিত আমার মৃত্যু নেই।”

ঝড়ো হাওয়া নিজ দাপটে তুলে আছড়ে
ফেলতে চেয়েছে ঐ নষ্টাকুড়ে,
তোমাকে পাবার নেশায় রং হারানো ক্লান্ত এই আমাকে।
তোমার খুঁজে কত লোকালয়কে করেছি শ্বশান তা
কেবল আমিই জানি।
গ্রহ থেকে গ্রহান্তরে আমি ঘুরেছি,
জোনাকিদের পাঠিয়েছি নক্ষত্রদের আলো উপহার দিতে
যেন তারা আলো জ্বেলে তোমাকে পথ চিনিয়ে দেয়।
কিন্তু তুমি আসেনি।
তোমার প্রতীক্ষায় থাকতে থাকতে
আমার সাদা হাড়ে ধরেছে মরিচা,
আমার জীবনের সব ছন্দ পালিয়েছে এক এক করে
আমাকে একা রেখে।

অতঃপর তুমি এলে,
তোমার বাঁকা চোখের নীল চাহনীতে
মুগ্ধ করতে চাইলে আমাকে
আমার প্রাণে জাগাতে চাইলে
নবযৌবনের উন্মাতাল দোলা।
কিন্তু আমার মুগ্ধতায় আজ ভর করেছে মাদকতা
এখন আমার প্রাণে মুগ্ধতা আনে
তামাটে তামাকের তীব্র ঘ্রাণ।
কবিতা তোমাকে আজ উপহার দিলাম
পয়েমটিজিং নামক বিভীষিকা।
কেউ আর তোমার মাঝে ছন্দ খুঁজেনা,
তোমার জীবনের সব ছন্দ খেয়ে
তৃপ্তির টেঁকুর তুলতে চাই বখাটে কবিরা,
তারা বুঝে নিতে চাই তাদের প্রাপ্যটুক।
বখাটে কবিদের দলে না ভীরে
তোমাকে দেখার তৃষ্ণাটুকু মিটিয়ে
আমি হারিয়ে যাই, ঐ নীল চাহনীতে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আলেকজানডার Has been a good brother.We will continue with you.
আদিব নাবিল অনেক অনেক সুন্দর। ভাবনাটিও মুগ্ধ করলো।
স্বাধীন বাহ্ সুন্দর কবিতা।
আহমেদ সাবের বাহ চমৎকার তো - ইভটিজিং থেকে পয়েমটিজিং। অসাধারণ কবিতা পেলাম কবিরা কাছ থেকে। শেষ দিকে এসে কবি বোধ করি ধৈর্য হারিয়ে ফেলেছিলেন - সেচ্ছায় (স্বেচ্ছায়), টেঁকুর তুলতে চাই (টেঁকুর (ঢেকুর) তুলতে চায়), বুঝে নিতে চাই (বুঝে নিতে চায়), দলে না ভীরে (দলে না ভিড়ে)।
শেষের দিকে এসে কবিতা লিখার পরিবেশ নষ্ট হয়ে পরেছিল তাই এই অবস্থা। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য
মিলন বনিক তোমার জীবনের সব ছন্দ খেয়ে, তৃপ্তির টেঁকুর তুলতে চাই বখাটে কবিরা, বেশ ভালো লেগেছে...শুভ কামনা...
রোদের ছায়া মাশাল্লাহ ! ভালো লাগলো বখাটে কবির কবিতা / শুভকামনা থাকলো / শেষ প্যারার দুই জায়গায় চাই = চায় হবে বলে মনে হলো /
রোদেলা শিশির (লাইজু মনি ) কবিতা এখন কাব্যের মালা রূপে নিকুঞ্জের পুরুনো বইয়ের আলমারিতে শোভা পায় .... ! যেখানে নেই আধুনিকতার ডেসটিনি উত্তাপ ... , নেই চোখ খুলে ভোরের শিশির ভেজা শিউলি কুড়ানোর কিঞ্চিত অভিলাষ .... , নষ্ট আবেগের জোয়ারে ভাসছে মাখলুকাতের অনুভুতি ,.... কবিতা নির্বাক ... তাই ...
Abu Umar Saifullah বড হলেও ভালো লাগলো

১৮ মে - ২০১১ গল্প/কবিতা: ২৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪